ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেনের জামাইকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, সেপ্টেম্বর ২৩, ২০১৪
লাদেনের জামাইকে যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: ওসামা বিন লাদেনের জামাই সুলেইমান আবু ঘাইথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদার মুখপাত্র হিসেবে কাজ করার দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়।



মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান এ রায় পড়ে শোনান। এর আগে সুলেইমান আরবি ভাষায় আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দেন।

গত মার্চ মাসে ম্যানহাটান ফেডারেল জুরি তার বিরুদ্ধে আমেরিকার নাগরিক হত্যার ষড়যন্ত্রসহ সস্ত্রাসীদের অস্ত্র সহায়তা সরবরাহ দেয়ার অপরাধ খুঁজে পান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।