ঢাকা: জুরাসিক পূর্ব যুগ অর্থাৎ প্রায় ২৫ কোটি বছর আগের এক সরীসৃপের (যারা বুকে ভর দিয়ে হাঁটে) ফসিলের খোঁজ মিলেছে।
সম্প্রতি সাউথ ওয়েলসের একটি সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে জোনাথন বো নামের এক ব্যক্তি এর খোঁজ পান।
পরে জোনাথন ও তার ভাই সারাদিন পরিশ্রম করে ৬০ কেজি ওজনের এ ফসিলটি উদ্ধার করেন।
প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন, মৎস গোত্রীয় এ সরীসৃপটি সাঁতার কাটার সময় কোনো ডাইনোসরের পায়ের তলায় পড়ে।
তারা বলছেন, আজ থেকে প্রায় ২৫ কোটি বছর আগে এ ধরনের সামুদ্রিক সরীসৃপরা পৃথিবীতে ছিল। তারও ২৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আসে ডাইনোসর।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪