ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, নিহত ১২ সংগৃহীত

ঢাকা: ৫৮ আরোহী নিয়ে তাইপে নদীতে জরুরি অবতরণ করা তাইওয়ানভিত্তিক ট্রান্সএশিয়ার প্লেনটির ১২ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্লেনটিতে ৫৩ যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। এটিআর-৭২ প্লেনটি তাইপে শঙশান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। আরোহীদের ৩১ জনই চীনা পর্যটক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এয়ার কন্ট্রোল কক্ষের সঙ্গে প্লেনটির যোগাযোগ ‍বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ‘দুর্ঘটনার’ কারণ জানা যায়নি।

‌এছাড়া প্লেনটির ভেতরে আটকা পড়া ৩০ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৬ জন।

গত বছরের জুলাইয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৪৮ আরোহী নিয়ে ট্রান্সএশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়।



বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

** ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, আহত ১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।