ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মন্ত্রী-এমপিদের হোটেলে

হামলায় মোগাদিসুর ডেপুটি মেয়র-এমপিসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
হামলায় মোগাদিসুর ডেপুটি মেয়র-এমপিসহ নিহত ২০ ছবি : সংগৃহীত

ঢাকা: সোমালিয়া জঙ্গিদের বোমা হামলায় রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র ও এক সংসদ সদস্যসহ (এমপি) অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন উপ-প্রধানমন্ত্রীসহ আরও বেশ কয়েকজন।



শুক্রবার জুমার নামাজের সময় রাজনীতিকদের অবস্থানস্থল একটি হোটেল লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সেন্ট্রাল হোটেল নামে ওই অবস্থানস্থল লক্ষ্য করে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এরপর ওই হোটেলের মসজিদে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। এসময় জুমার নামাজ চলাকালেই নির্বিচার গুলি ছোঁড়ে তারা।

সোমালিয়ার সরকারের তরফে রাজধানী মোগাদিসুর ডেপুটি মেয়র ও এক এমপিসহ অন্তত বেশ ক’জন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মুরতাদদের নির্মূলে হামলা চালিয়েছে।

তথ্যমন্ত্রী মোহাম্মদ আবদি হায়ির মারিই সাংবাদিকদের জানান, হামলার সময় হোটেলটিতে সোমালিয়ান উপ-প্রধানমন্ত্রীসহ আরও ক’জন শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন। তবে তারা ভাগ্যক্রমে বেঁচে গেছেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।