ঢাকা: লিবিয়ার পশ্চিমাঞ্চলের ডারনা শহরে দফায় দফায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।
ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী একটি সশস্ত্র জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
হামলাকারীরা ওই শহরের পুলিশ সদরদপ্তর ও লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের বাসভবন ও একটি পেট্রোল স্টেশনকে টার্গেট করে।
তবে, এ গাড়ি বোমা বিস্ফোরণের সময় লিবিয়ার পার্লামেন্টের স্পিকার আগুইলা সালাহ ইসা ওই বাড়িতে ছিলেন না।
এর আগে, আইএসের সহযোগী একটি সশস্ত্র গ্রুপ তাদের ওপর মিশরের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫