ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আইএসের প্রতি আনুগত্য ঘোষণা বোকো হারামের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
আইএসের প্রতি আনুগত্য ঘোষণা বোকো হারামের!

ঢাকা: এবার নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম সরাসরি আনুগত্য ঘোষণা করলো ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস)। ‍এক অডিও বার্তায় দুই জঙ্গি সংগঠন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।



স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ খবর জানানো হয়েছে বলে জানিয়েছে ‍আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

অডিও বার্তাটি বোকো হ‍ারাম প্রধান আবুবকর শেকাউর বলে দাবি করা হচ্ছে। যদিও এর আগে ২০০৯, ১৩ ও ১৪ সালে আবুবকরকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দেশটির সেনাবাহিনী।

বার্তায় বলা হয়, ‘আমরা খেলাফত শাসনের প্রতি আমাদের আনুগত্য ঘোষণা করলাম... শুনবো ও মান্য করবো কঠিন এবং সমৃদ্ধির সময়ে। ’

তবে এ অডিও বার্তাটি এখনো সঠিকভাবে যাচাই করা হয়নি। বোকো হারাম তাদের টুইট বার্তায় খবরটি বিশ্ববাসীকে জানিয়েছে।

এর আগে মিশর, আলজেরিয়া, ইয়েমেন, সৌদি আরব ও লিবিয়ার জিহাদিদের সমর্থন গ্রহণ করে ‍আইএস।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।