ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভানুয়াতুতে ঘূর্ণিঝড়ে ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
ভানুয়াতুতে ঘূর্ণিঝড়ে ৪০ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘পাম’।

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাতে ২ লাখ ৭০ হাজার জনগোষ্ঠীর এই দ্বীপপুঞ্জে ঝড়টি আঘাত হানে।

এতে ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থা।

আঘাত হানার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিলো ২৭০ কিলোমিটার (১৭০ মাইল)।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ঝড়ে এ অঞ্চলের বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহও প্রায় অচল।

এক বিবৃতিতে জাতিসংঘের ত্রাণ সংস্থা জানায়, ভানুয়াতুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পূর্বের পেনামা এলাক।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) হতদরিদ্র দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর চারটি এলাকায় জরুরি সতর্কতা জারি করে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা সে সময় জানান, ‘পাম’ পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়, যাতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

তবে ঝড়টি যখন আঘাত হানে, তখন এর বাতাসের গতিবেগ ছিল আরো বেশি।

ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে প্রায় ১৮শ’ কিলোমিটার পূর্বে, নিউ ক্যালেডনিয়া থেকে ৫শ’ কিলোমিটার উত্তর-পূর্বে, ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।