ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুদ্ধকে অবমাননা

মায়ানমারে নিউজিল্যান্ডের নাগরিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
মায়ানমারে নিউজিল্যান্ডের নাগরিকের কারাদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: বৌদ্ধধর্মকে অবমাননা করার দায়ে নিউজিল্যান্ডের এক বার ম্যানেজার ও তার দুই সহকারীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে মায়ানমারের একটি আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) ইয়াঙ্গুনের একটি আদালত নিউজিল্যান্ডের নাগরিক ফিলিপ ব্ল্যাকউড (৩২) ও তার দুই সহকারী টুন থুরেইন ও টুট কো কো লুইনকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এর মধ্যে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার দায়ে দুই বছর ও সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, মায়ানমারে কর্মরত বার ম্যানেজার ফিলিপ ব্ল্যাকউড অনলাইনে নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে গৌতম বুদ্ধের এমন একটি ছবি পোস্ট করেন, যা দেখলে মনে হবে কানে হেডফোন লাগিয়ে ঢুলছেন বৌদ্ধধর্মের এই অবতার।

৯০ শতাংশ বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে এ ঘটনা বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে ফিলিপ ও তার দুই সহকারীকে আটক করে মায়ানমার পুলিশ।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন বলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান ফিলিপ।

এদিকে এই রায়ে মায়ানমারের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।