ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছে ৩৪ সন্দেহভাজন জঙ্গি।

বুধবার (১৮ মার্চ) আফগানিস্তান সীমান্ত সংলগ্ন তিরাহ উপত্যকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

হামলার সময় ওই এলাকায় পাকিস্তানি তালেবান নেতা মওলানা ফজলুল্লাহ অবস্থান করছিলেন বলে এক বিবৃতিতে জানায় পাক কর্তৃপক্ষ। তবে হামলায় হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরেই পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পাকিস্তানি তালেবান তেহরিক ই তালিবান সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।