ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত

ঢাকা: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করার পক্ষে এক মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) টেলিফোনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান।



নিষেধাজ্ঞার ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত চুক্তির সবগুলো শর্ত যতক্ষণ পূরণ না হবে, ততক্ষণ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

মিনস্কে স্বাক্ষরিত ওই চুক্তিতে যুদ্ধবিরতিসহ রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সরকারি বাহিনীর ফ্রন্টলাইন থেকে ভারী অস্ত্র ও সৈন্য সরিয়ে নেওয়ার শর্ত রয়েছে।

ইউক্রেন সংঘাতে গত এক বছরে ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।