ঢাকা: ভেনিজুয়েলা ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ ওবামার এমন ঘোষণার প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের উদ্যোগে বৃহস্পতিবার ভেনিজুয়েলায় (১৯ মার্চ) এ স্বাক্ষর কর্মসূচি শুরু হয়।
১ কোটি স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে শুরু করা এই কর্মসূচিতে প্রথম স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মাদুরো। স্বাক্ষর গ্রহণের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পর এ পিটিশন হোয়াইট হাউজ বরাবর পাঠানো হবে।
স্বাক্ষর উপলক্ষে রাজধানী কারাকাসের বলিভার স্কয়ারে কয়েকশ’ নাগরিক জড়ো হয়ে নিজেদের সমর্থন জানায় বৃহস্পতিবার।
এর আগে মার্কিন ঘোষণার প্রেক্ষিতে সম্ভাব্য ‘হামলা’ প্রতিহত করতে শনিবার (১৪ মার্চ) থেকে সামরিক মহড়া শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। ১০ দিনব্যাপী এই মহড়ায় দেশটির ৮০ হাজার সেনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ২০ হাজার সমর্থক অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫