ঢাকা: তিউনিসিয়ার প্রখ্যাত বারদো জাদুঘরে হামলায় জড়িত তিন বন্দুকধারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির সরকার।
গত বুধবার (১৮ মার্চ) তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত বারদো জাদুঘরে এক জঙ্গি হামলায় ১৭ বিদেশি পর্যটকসহ নিহত হন অন্তত ১৯ জন।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারীরা বারদোর ভেতরে প্রবেশ করছে। এরপরই শুরু হয় সেই নারকীয় হামলা।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে রাজধানী তিউনিস থেকে আরো কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় প্রশিক্ষণ গ্রহন করেছে।
বাংলাদেশ সময: ১৫২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫