ঢাকা: ভারতের প্রশাসনিক (আইএএস) কর্মকর্তা ডি কে রবির মৃত্যু রহস্য উন্মোচনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দায়িত্ব দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ।
সোমবার (২৩ মার্চ) রাজ্য সভায় বক্তব্যকালে তিনি সিবিআইকে তদন্তের আহ্বান জানান।
গত ১৬ মার্চ বেঙ্গালুরুর মাদিভালায় সরকারি বাসভবন থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ডি কে রবিকে। সে সময় এ ঘটনাকে আত্মহত্যা বলেই ধারণা করে পুলিশ।
তবে রবির পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। স্থানীয় মাফিয়াদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে এভাবে খুন হতে হয়েছে বলে তাদের অভিযোগ।
এদিকে ডি কে রবির এই রহস্যজনক মৃত্যুর পরপরই তার পরিবারসহ কর্ণাটকের বিরোধীদল বিজেপি ও জনতা পার্টি ঘটনা উন্মোচনে সিবিআই তদন্তের দাবি জানায়। তাদের এ দাবি জনগণেরও সমর্থন পায়।
এদিকে এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) কর্ণাটক উচ্চ আদালত এই মৃত্যুর ঘটনায় সিআইডিকে যেকোনো প্রকার অন্তবর্তী প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫