ঢাকা : সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শহরটি দখলের অভিযানে ইরান সমর্থিত একটি সংগঠন সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষিতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির অনুরোধে এই অভিযান শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
তিকরিতে আইএসের শক্ত অবস্থান ধ্বংস করে দিতেই এই অভিযান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেমস টেরি।
এদিকে বুধবার (২৫ মার্চ) থেকে পুনরায় আইএস অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরাকি বাহিনী।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, এই অভিযানে ইরাকি বাহিনীকে সরাসরি সহায়তা দেবে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫