ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোল্লা ওমরের জীবনী প্রকাশ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
মোল্লা ওমরের জীবনী প্রকাশ করলো তালেবান

ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব প্রতিহত করতে নিজেদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের জীবনী প্রকাশ করেছে আফগান তালেবান।

রোববার (০৫ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে মোল্লা ওমরের নেতৃত্বের ১৯তম বছরে এসে তার জীবনী প্রকাশ করে তালেবান।

সেই সঙ্গে শীর্ষ নেতার নিহতের খবরকে অপপ্রচার দাবি করা হয়।

তাদের পক্ষ থেকে এমনও বলা হয়, মোল্লা ওমর ‘জিহাদি কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত আছেন।

প্রকাশিত বায়োগ্রাফিতে বলা হয়, শত্রুর নিয়মিত নজরদারি সত্ত্বেও বড় কোনো পরিবর্তন আসেনি। সেই সঙ্গে তার নিয়মিত কর্মসূচিতে কোনো ভাঙ্গন ধরেনি। তিনি ইসলামিক আমিরাত প্রতিষ্ঠায় জিহাদ করে যাচ্ছেন।

২০০১ সালে ৯/১১ হামলার পর মোল্লা ওমরকে আর জনসম্মূখে দেখা যায়নি। তাছাড়া তার কোনো ছবিও চোখে পড়েনি।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তার চেহারার কোনো বর্ণনা নেই। মোল্লা ওমরের মাথার দাম কোটি ডলার ঘোষণা করা মার্কিন যুক্তরাষ্ট্র শুধু জানে, ডান চোখে গুরুতর জখম হওয়া লম্বা একজন মানুষ তিনি।

তালেবানের হঠাৎ এই মোল্লা ওমরের ব্যক্তিগত ও পারিবারিক জীবনসহ সার্বিক জীবনী প্রকাশ নিরাপত্তা বিশ্লেষকদের বেশ অবাকই করেছে।

তালেবানের কর্মকাণ্ডের ওপর বিশেষজ্ঞ আহমেদ সাঈদি বলেন, বিভিন্ন কারণেই তালেবান মোল্লা ওমরের জীবনী প্রকাশ করে থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো, তাদের এলাকায় আইএসের প্রভাব প্রতিহত করা।

তিনি বলেন, মোল্লা ওমর বেঁচে আছেন ও তালেবানের সর্বোচ্চ পর্যায়ে থেকে সংগঠনকে পরিচালিত করছেন, তা সবাইকে জানিয়ে দেওয়াও এই ঘোষণার একটা কারণ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএইচ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।