ঢাকা: ঘুষ নেওয়ার দায়ে চীনের ন্যানজিং শহরের সাবেক মেয়র জি জিয়ানের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সেদেশের আদালত।
২০১৩ সালে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত জি জিয়ানে এক কোটি ১৩ লাখ ইউয়েন (১৯ লাখ ডলার) ঘুষ নিয়েছেন বলে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে আদালত।
ক্ষমতায় থাকাকালে ন্যানজিংয়ে নির্মাণ ও পুনঃউন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাকে ‘বুলডোজার’ বলে ডাকতো সবাই।
প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর তার দুর্নীতি বিরোধী পদক্ষেপে, জি জিয়ানেই প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কারাভোগ করতে চলেছেন।
ক্ষমতায় থাকাকালে জি জিয়ানে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ও উপহার সামগ্রী নিয়েছেন জানিয়েছেন আদালত।
কারাদণ্ডাদেশের বিবৃতিতে আদালত বলেন, জি তার দোষ স্বীকার করে নিয়েছেন।
২০১৩ সালের জানুয়ারিতে গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে জি জিয়ানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত বছর তাকে কমিউনিস্ট পার্টি থেকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়।
এর আগে, গত সপ্তাহে সাবেক নিরাপত্তা প্রধান ও এক সময় চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন ঝৌ ইয়ংকাংয়ের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের হয়। সেই সঙ্গে তাকে পদ থেকে অব্যহতিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরএইচ/এসএস