ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রপেলার ত্রুটিতেই ইন্দোনেশিয়ায় প্লেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
প্রপেলার ত্রুটিতেই ইন্দোনেশিয়ায় প্লেন দুর্ঘটনা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রপেলারে ত্রুটির কারণেই ইন্দোনেশিয়ায় সামরিক পরিবহন প্লেনটি বিধ্বস্ত হয়। দেশটির বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল অগাস সুপ্রিয়াতনা এ তথ্য জানিয়েছেন।



বৃহস্পতিবার (০২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এসময় তিনি বলেন, প্রপেলারে ত্রুটির অর্থ প্লেনটির কোনো একটা ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। উড্ডয়নের পর এটি ডানদিকে ঘুরে যায় ও একটি টাওয়ার বরাবর স্বাভাবিকের চেয়ে কম গতিতে উড়ছিল। এ তথ্যও ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পক্ষেই সমর্থন দেয়।

গত মঙ্গলবার (৩০ জুন) ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেডানে ‘সি-১৩০ হারকিউলিস’ সামরিক পরিবহন প্লেনটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাণ হারান ১৪১ জন। প্লেনটিতে ১২ জন ক্রু ও ১০১ জন যাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএইচ

** ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।