ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিপরাসেই আস্থা গ্রিক সাংসদদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সিপরাসেই আস্থা গ্রিক সাংসদদের ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন বেলআউট চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের প্রস্তাবেই আস্থা রেখেছে গ্রিক সাংসদরা। তবে এর আগে আন্তর্জাতিক ঋণদাতাদের দেওয়া কিছু কঠিন শর্ত সিপরাসের প্রস্তাবে ফিরে আসায় সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তার নিজের দল সিরিজা পার্টির কয়েকজন সংসদ সদস্য।



শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে গ্রিক সংসদে নতুন প্রস্তাবটি অনুমোদন পায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংসদে প্রস্তাব অনুমোদনের পরপরই সিপরাস সংবাদমাধ্যমকে বলেন, ঋণদাতাদের সঙ্গে এবার তিনি শক্ত অবস্থানে থেকেই আলোচনা চালিয়ে যেতে পারবেন।

সিপরাসের প্রস্তাবটি এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়ন সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইউরোপীয় কমিশন (ইইউ), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) গ্রিসের কাছ থেকে ইতিবাচক প্রস্তাবের অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।