ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এগিয়ে যাচ্ছে আফ্রিকা, কেনিয়ায় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এগিয়ে যাচ্ছে আফ্রিকা, কেনিয়ায় ওবামা ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকাকে বর্তমান বিশ্বে অর্থনীতিতে সবচেয়ে দ্রুত অগ্রসরমান অঞ্চল বলে প্রশংসা করেছেন কেনিয়ায় সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার (২৫ জুলাই) দেশটির রাজধানী নাইরোবিতে কেনীয় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশংসা করেন।



এসময় ওবামা বলেন, আফ্রিকা এগিয়ে যাচ্ছে। জনগণ দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পাচ্ছে, উপার্জন বাড়ছে, মধ্যবিত্তরা বড় হচ্ছে।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্য করে ওবামা বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধন ও সাবলম্বিতা অর্জনে আপনারা এখন স্বনির্ভর, যা আফ্রিকাকে বিশ্ববাজারে অন্যতম এক স্থানে নিয়ে যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) রাতে দুইদিনের রাষ্ট্রীয় সফরে পিতৃভূমি কেনিয়ায় পৌঁছান ওবামা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম কেনিয়া সফর।

** দুই দিনের সফরে পিতৃভূমি কেনিয়ায় ওবামা

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।