ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ‘বিরতি’ লঙ্ঘন করে বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ইয়েমেনে ‘বিরতি’ লঙ্ঘন করে বিদ্রোহীদের হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট ইয়েমেন যুদ্ধে ‘মানবিক কারণে’ পাঁচ দিনের বিরতি ঘোষণা করলেও প্রথম দিনেই তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হওয়া চুক্তি লঙ্ঘন করে সোমবার (২৭ জুলাই) ভোরে দেশের দক্ষিণাঞ্চলের তায়েজ প্রদেশে এ হামলা চালানো হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্রোহীরা প্রদেশের জেবেল সবরের আবাসিক এলাকা লক্ষ্য করে মর্টারের গোলা নিক্ষেপ করে। এতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তৎক্ষণাৎ জানা যায়নি।

ওই আবাসিক এলাকা সরকারি বাহিনী সংশ্লিষ্ট ভেবে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলেও জানানো হচ্ছে।

মানবিক কারণে অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে খাদ্য সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে উপসাগরীয় আরব জোট রোববার থেকে বিরতি ঘোষণা করলেও তা লঙ্ঘনে কোনো ধরনের চেষ্টা করলে মোক্ষম জবাব দেওয়া হবে বলে জানিয়ে দেয়।

এ বিষয়ে হুথিদের ‘বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটি’র স্বঘোষিত প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আল-হুথি একটি সংবাদ সংস্থাকে বলেন, বিরতির বিষয়ে আমাদের সঙ্গে জাতিসংঘ কোনো আলোচনা করেনি।

এ কারণে বিরতির বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্যও করেননি হুতি বিদ্রোহীদের এ প্রধান নেতা।

আরব জোটে বিরতি ঘোষণার খবরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উভয়পক্ষকে ইয়েমেনি জনগণের জন্য হলেও তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের উত্থানে রিয়াদে নির্বাসিত প্রেসিডেন্ট আবদু-রব মনসুর হাদীকে পুনরায় ক্ষমতায় বসাতে এবং বিদ্রোহ দমনে গত মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে উপসাগরীয় আরব জোট। এ সংঘাতে ইরান হুথিদের সার্বিক সহযোগিতা করে আসছে বলে সৌদি আরব ও পশ্চিমাদের অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিভিন্ন মিলিশিয়া গ্রুপের সহযোগিতায় ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত উপসাগরীয় আরব জোট হুথি বিদ্রোহীদের তাদের সর্বশেষ ঘাঁটি বন্দরনগরী এডেন থেকে হটিয়ে দিয়েছে। এতে ইয়েমেন যুদ্ধ এখন নির্বাসিত প্রেসিডেন্ট হাদী ও তার জন্য লড়াইরত জোটের পক্ষে ঝুঁকে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।