ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাব হামলায় পাকিস্তানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
পাঞ্জাব হামলায় পাকিস্তানের নিন্দা

ঢাকা: ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার।

সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান এই হামলার নিন্দা জানাচ্ছে।

সেই সঙ্গে ভারতীয় সরকার ও জনগণের প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশ করছে।

এদিকে, সোমবারের হামলার ঘটনায় শেষ পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এদের মধ্যে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা কালে গুরুদাসপুর গোয়েন্দা বিভাগের প্রধান বালজিৎ সিং ও তিন হামলাকারী নিহত হয়েছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে গুরুদাসপুরের দিনানগর বাস টার্মিনালে জম্মুগামী একটি যাত্রীবাহী বাসে অতর্কিত হামলা চালায় সেনা পোশাক পরিহিত সন্ত্রাসীরা। এসময় দুই যাত্রী নিহত ও সাতজন আহত হন।

এরপর সন্ত্রাসীরা সেখান থেকে একটি মারুতি-৮০০ কার ছিনতাই করে দিনানগর থানায় হামলা চালায়। সেখানে তাদের গুলিতে কর্তব্যরত দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত জন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএইচ

** পাঞ্জাবে সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তা নিহত
** পাঞ্জাবে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত
** সন্ত্রাসী আটকে অভিযান, ভারতজুড়ে সতর্কতা
** পাঞ্জাবে সন্ত্রাসী হামলা, নিহত ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।