ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতের কথা জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে কোনো সুনামি সর্তকর্তা জারি করা হয়নি।



স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্তের কথা জনিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া ১৫ বছর বয়সী একটি কিশোর নিখোঁজের কথাও বলছে সংবাদমাধ্যম।

ইউএসজিএস জানায়, জায়াপুরা থেকে ২৪৭ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫২.৯ কিলোমিটার।

ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।