ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফাঁসিতে ঝুলছেন ইয়াকুব মেমন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ফাঁসিতে ঝুলছেন ইয়াকুব মেমন সংগৃহীত

ঢাকা: মুম্বাই হামলার মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের মৃত্যু পরোয়ানাকে চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শেষ ‍মুহূর্তে প্রাণভিক্ষা চেয়ে গভর্নর বিদ্যাসাগর রাও এর কাছে করা পিটিশনও খারিজ হয়ে গেছে।



ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টায় নাগপুরে কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে। এদিন ৫৪ বছর বয়সী এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর জন্মদিন।

১৯৯৩ সালে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বোমা হামলায় ২৫৭ জন নিহত হন। হামলার সঙ্গে মেমনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।    

এর আগে ২০১৪ সালের মে মাসে মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে তার পক্ষে পাঠানো আবেদন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী খারিজ করে দেন। সেবার ইয়াকুবের ভাই আবেদন করেছিলেন। এবার স্বয়ং তার করা আবেদনে মৃত্যুদণ্ডের সাজা বদলে যাবজ্জীবন দণ্ডের আর্জি জানানো হয়েছে।

ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর না করার জন্য ভারতের অনেক বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন।
 
মুম্বাই বোমা হামলার প্রধান আসামি ইয়াকুব মেমনের ভাই  টাইগার মেমন ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ১৯৯৩ সাল থেকে পলাতক।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।