ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে পদদলিত হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ঝাড়খণ্ডে পদদলিত হয়ে ১১ পূণ্যার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ডে দুর্গা মন্দিরের কাছে পদদলিত হয়ে কমপক্ষে ১১ পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানায়, প্রসিদ্ধ বৈদ্যনাথ মন্দিরে প্রতি বছরের আগস্টে শিবের চরণে গঙ্গার পবিত্র জল দিতে পূণ্যার্থীরা ভিড় জমান। সোমবার এমন উদ্দেশ্যে পূণ্যার্থীরা জড়ো হলে হুড়োহুড়োতি এ হতাহতের ঘটনা ঘটে।

ঝাড়খণ্ডে পূণ্যার্থীদের ভিড়ে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা এর আগেও হয়েছে। ২০০৭ সালে এই মন্দিরেই পদদলিত হয়ে পাঁচ নারীর প্রাণহানি হয়েছে। ওই ঘটনায় আহত হন ১১ জন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।