ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দেড় শতাধিক ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
দেড় শতাধিক ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ১৬৩ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এরা সবাই মাছ ধরার সময় অবৈধভাবে পাকিস্তানি জলসীমায় ঢুকে পড়ার অপরাধে আটক ছিল।



রোববার (০২ আগস্ট) করাচির মালির কারাগারে আটক থাকা ওই জেলেদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

জেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হাসান সেহতো সংবাদমাধ্যমকে বলেন, আমাদের কারাগারে ৬৬০ জন ভারতীয় কয়েদি রয়েছেন। এদের বেশিরভাগই জেলে। আরব সাগরে মাছ ধরার সময় অবৈধভাবে পাকিস্তানি জলসীমায় ঢুকে পড়ার অপরাধে তাদেরকে গত দুই বছরে আটক করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, মুক্তি পাওয়াদের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী পাঁচজন শিশুও রয়েছে।

সম্প্রতি কাশ্মীরে ফের উত্তেজনা সৃষ্টি ও ভারতের পাঞ্জাবে একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুলিশ স্টেশনে হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের তীর ছোড়েন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই উত্তেজনা নিরসনের উদ্দেশ্যেই পাকিস্তান সরকার এমন একটি সিদ্ধান্ত নিল।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।