ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভবনধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
মহারাষ্ট্রে ভবনধসে ১০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে একটি ভবনধসের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।



মঙ্গলবার (০৪ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে মহারাষ্ট্রের থানে জেলায় ডি-ক্যাবিন এলাকার ‘কৃষ্ণনিবাস’ নামের একটি ভবনধসে পড়ে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (এনডিআরএফ) একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এনডিআরএফ ডেপুটি কমান্ডেন্ট সচিদান্দ গাভড়ে সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে তারা প্রথম ভবনধসের কথা জানতে পারেন। ৪টার দিকে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, এ পর্যন্ত ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া ৪ জনকে উদ্ধার করতে পেরেছি আমরা।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।