ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্স মহামারী

দ.কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
দ.কোরিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ ছবি: সংগৃহীত

ঢাকা: সমালোচিত দক্ষিণ কোরীয় স্বাস্থ্যমন্ত্রী মুন হিয়ং-পিওকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়ে।

মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) মহামারী মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে মঙ্গলবার (০৪ আগস্ট) তাকে অপসারণ করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চলতি বছর এ মহামারীতে দেশটিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মুন হিয়ং-পিও’র স্থানে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চুং চিন-ইওবকে। তিনি এর আগে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

মার্স মহামারীর শেষ হয়েছে, সিওলের এমন ঘোষণা আসার এক সপ্তহ পরই এ পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট পার্ক। এখনও দেশের হাসপাতালগুলোয় মার্স আক্রান্ত রোগির চিকিৎসা চললেও নতুন করে আর কোনো রোগি সনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।