ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ৭০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
লিবিয়ায় ৭০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি সংগৃহীত

ঢাকা: ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাত্রাকালে প্রায় ৭০০ অভিবাসী নিয়ে একটি নৌকা লিবিয়ার উপকূলে ডুবে গেছে। ইটালিয়ান কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।



চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়, দুর্ঘটনায় অনেকে নিহত হতে পারেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লিবিয়ার উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা অভিবাসীবাহী জাহাজটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত অভিবাসী বোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এর মুখপাত্র জানান, ডুবে যাওয়া নৌকা থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।  

উন্নততর জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর সময় নৌকাডুবিতে শুধুমাত্র ২০১৫ সালেই ২ হাজারের বেশি অভিবাসী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।