ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৮, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
কাবুলে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৮, আহত চার শতাধিক সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শতাধিক।



শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় সকালে কাবুলের ডিস্ট্রিক্ট এইটে অবস্থিত একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

হামলার কিছু পরই আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মোহাম্মদ আয়ূব সালাঙ্গি টুইটারে লিখেছেন, কিছু সময় আগে শাহ শহীদ এলাকায় একটি ট্রাকবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অনেক বেসামরিক লোক হতাহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুল পুলিশের প্রধান আব্দুল রহমান রহিমি হামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেছেন, কাবুলে একটি সামরিক ঘাঁটির কাছে ট্রাকবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি জানান, এ পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত চার শতাধিক।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা এতো বেশি যে, তাদের ধারণক্ষমতা অতিক্রম করে গেছে। অনেক নারী ও শিশু আহত হয়েছেন।

এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার করে নেয়নি। তবে আফগান কর্তৃপক্ষ মনে করছে, তালেবান জঙ্গি নেটওয়ার্ক কর্মীরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এর আগে, বৃহস্পতিবারও (০৬ আগস্ট) কাবুলের কাছে লোগার প্রদেশের রাজধানী পুলি আলামে একটি বিস্ফোরকবাহী ট্রাকে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত হন অন্তত ৮ জন। এ হামলায় দায় স্বীকার করে নিয়েছে তালেবান নেটওয়ার্ক।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএইচ

** আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।