ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ভারতে বাংলাদেশি প্লেনের জরুরি অবতরণ

ঢাকা: ভারতের ছত্রিশগড়ের রায়পুর বিমানবন্দরে বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি প্লেন জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় প্লেনটি অবতরণ করে।



যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করেছে জানিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা ওমানের রাজধানী মাসকটে যাওয়ার ওই প্লেনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে মাঝ পথে রায়পুরে জরুরি অবতরণ করতে হয়েছে। এতে ১৫০ জন যাত্রী রয়েছেন।

নাগপুর থেকে প্রকৌশলীদের একটি দল এসে পর্যবেক্ষণ শেষে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্লেনটি ফের কখন ছেড়ে যাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।