ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লির সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
দিল্লির সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

ঢাকা: দিল্লির সাবেক আইনমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি) নেতা সোমনাথ ভারতির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছেন তার স্ত্রী লিপিকা মিত্র।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



দিল্লি পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, সোমনাথের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, হত্যাচেষ্টা, যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগ তুলেছেন তার স্ত্রী। এ ব্যাপারে ডরকা নর্থ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

শিগগির এ অভিযোগে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান এই মুখপাত্র।

দুই সন্তানসহ ৩ বছর ধরে আলাদা বসবাস করছেন সোমনাথ ভারতির স্ত্রী লিপিকা মিত্র।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।