ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদি কেবল স্যুট-বুট পরা লোকদের দেখা দেন, খোঁচা রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মোদি কেবল স্যুট-বুট পরা লোকদের দেখা দেন, খোঁচা রাহুলের নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

ঢাকা: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কেবল স্যুট-বুট পরা লোকদের সঙ্গেই দেখা করেন। এজন্য আমি সংসদেও বলেছিলাম, এ সরকার স্যুট-বুটের সরকার।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বিহারের রামনগর শহরের হাজারী ময়দানে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে মোদিকে এভাবেই খোঁচা দিলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় কংগ্রেস আয়োজিত জনসভায় রাহুল বলেন, ‘পোশাকই একজন মানুষের পরিচয় দেয়। জনতার নেতা মহাত্মা গান্ধীও জামা পরতেন। কিন্তু মোদি এখন কেবল স্যুট-বুট পরা লোকদের সঙ্গে দেখা করেন। এজন্য আমি সংসদেও বলেছিলাম, এ সরকার স্যুট-বুটের সরকার। ’

সাবেক ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ নীতি-নির্ধারক রাহুল বলেন, ‘লোকে বলে, তিনি নাকি চা দোকানে কাজ করতেন। কিন্তু ‍আমি একদিন একটি ছবিতে দেখলাম, তিনি স্যুট-বুট পরা লোকদের মাঝে বসে আছেন। মোদির দিকে তাকান, তিনি এখন ১৫ লাখ রুপির স্যুট গায়ে দেন। ’

এসময় জাতীয় নির্বাচনের আগে মোদির দেওয়া অঙ্গীকার এবং তা বাস্তবায়ন না হওয়ার বিষয়েও কথা বলেন রাহুল।

কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট বিহারের জনগণকে সতর্ক বলেন, ‘আমরা বিহারকে স্যুট-ব্যুটের সরকারের হাত থেকে বাঁচাতে চাই। আমরা যদি এ রাজ্যে সরকার গঠন করি, তবে এখানে কর্মসংস্থান করবো বিপুলভাবে। এটা হবে জনতার সরকার। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।