ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরব আমিরাতে ‘কূটনৈতিক মিশন’ খুলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরব আমিরাতে ‘কূটনৈতিক মিশন’ খুলছে ইসরায়েল

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রথম ‘কূটনৈতিক মিশন’ খুলতে যাচ্ছে ইসরায়েল। দু’দেশের মধ্যে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকলেও তেলআবিবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।



ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এ বিষয়ে আবুধাবির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল এটিকে ‘কূটনৈতিক মিশন’ বললেও একইসঙ্গে জানাচ্ছে, এটি হবে তাদের দুবাইভিত্তিক একটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার অংশ।

এর আগে উপসাগরীয় কয়েকটি দেশে ইসরায়েল বাণিজ্য ও অন্যান্য কার্যালয় খুললেও কারও সঙ্গেই ‘অফিসিয়াল সম্পর্ক’ নেই তাদের।

১৯৪৮ সালের পর থেকে আরব দেশগুলোর সঙ্গে সংঘাতে থাকা ইসরায়েলকে অন্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো স্বীকৃতি দেয়নি আরব আমিরাতও।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসোহন বলেন, ‘মিশনটি হবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইআরইএ) অনুমোদিত। ’

সংবাদমাধ্যম জানায়, মিশন চালুর পরিকল্পনা চূড়ান্ত করতে ২৪ নভেম্বর আবুধাবি সফর করেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দোরে গোল্ড। তবে, কখন ‘মিশন’ চালু হবে তা এখনও অস্পষ্ট।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।