ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
যুক্তরাষ্ট্রে ক্লিনিকে গুলিতে নিহত ৩

ঢাকা: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে (পরিবার পরিকল্পনা কেন্দ্র) বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) অঙ্গরাজ্যের স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণের গর্ভপাত করা হতো। শুক্রবার আকস্মিক ওই বন্দুকধারীর ক্লিনিকে গুলি চালালে তিনজনের মৃত্যু হয়।

আহত হয়েছেন নয়জন। এরমধ্যে তিনজন পুলিশও রয়েছেন। এ ঘটনায় বন্দুকধারী ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।

তবে এর আগে প্রায় পাঁচ ঘণ্টা ক্লিনিকটি অবরুদ্ধ করে রেখেছিলেন তিনি।

স্প্রিংসের মেয়র জন সুথারস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভিকটিমদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঘটনাটি খুবই ভয়ংকর, ভয়ানক ট্র্যাজেডি। ’

‘আমরা অবশ্যই দুই বেসামরিক নাগরিক ও সাহসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোকাহত। ’ 

তিনি বলেন, অপরাধীকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।