ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

চেন্নাইয়ে ফের বৃষ্টির হানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
চেন্নাইয়ে ফের বৃষ্টির হানা ছবি : সংগৃহীত

ঢাকা: বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি না হতেই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ফের হানা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।



এদিকে, বন্যার কারণে চেন্নাইয়ে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি রোববার (০৬ ডিসেম্বর) খোলার কথা। কিন্তু নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় এদিন এটি কার্যক্রম শুরু করতে পারবে কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়ের।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, চেন্নাই ও এর আশেপাশের এলাকাগুলোয় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে।

এর আগে শনিবারও (০৫ ডিসেম্বর) বিমানবন্দরটি কিছু সময়ের জন্য চালু করা হয়। তবে কোনো বেসামরিক যাত্রীবাহী প্লেন এ সময় ওঠানামা করেনি। চারটি ত্রাণবাহী পরিবহণ প্লেন অবতরনের পরই বিমানবন্দরটির কার্যক্রম ফের বন্ধ করে দেওয়া হয়।

টানা বৃষ্টির ফলে সৃষ্ট এ বন্যায় চেন্নাইয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।