ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে হাসপাতালে বন্দুকধারীদের হামলা: ৫ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুন ৬, ২০১০

লাহোর: পাকিস্তানের লাহোরে জিন্নাহ হাসপাতালে আজ মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী ও তার চার মাসের সন্তানসহ ছয়জন।

খবর বিবিসি।

গত শনিবার লাহোরে আহমদিয়া সম্প্রদায়ের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৮০ জনের বেশি নিহত হন। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের একজন জঙ্গি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

শফিক গুজার নামের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, “হামলাকারীরা আহত ওই জঙ্গিকে ছাড়িয়ে নিতে অথবা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লাহোর পুলিশ জানায়, পুলিশের পোশাকধারী চার বন্দুকধারী হাসপাতালে ঢুকে প্রথমেই চিকিৎসাধীন আহত ওই জঙ্গিকে পাহারারত ৯ নিরাপত্তাকর্মীর উপর গুলি চালায়। এতে নয় জনের মধ্যে চারজন নিহত হন। এসময় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময় হয়।

এ ব্যাপারে জিন্নাহ হাসপাতালের প্রধান নির্বাহী জাবেদ ইকরাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বন্দুকধারীরা হাসপাতালে ঢুকেই গুলি ছুঁড়তে থাকে। এ সময় বন্দুকধারীদের গুলিতে পাহারারত চার নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন। ”

লাহোরের পুলিশ কমিশনার খসরু পারভেজ খান বলেন, “আমরা তাদের তাড়া করলেও বন্দুকধারীরা হাসপাতালের কয়েকজনকে জিম্মি করে পালিয়ে যেতে সক্ষম হয়। ”

পুলিশের গুলিতে বন্দুকধারীদের একজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, “যারা মানবতা বা ধর্ম কোনটাতেই বিশ্বাস করে না তারাই এ ধরনের নৃশংস-অমানবিক কাজ করতে পারে। ”

বাংলাদেশের স্থানীয় সময়: ১৩২৯ ঘণ্টা, মে ৩০, ২০১০
এনজে/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।