ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে হামলার পরিকল্পনা, ৪ সন্দেহভাজন আইএস আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
দিল্লিতে হামলার পরিকল্পনা, ৪ সন্দেহভাজন আইএস আটক

ঢাকা: দিল্লিতে হামলার পরিকল্পনার অভিযোগে চার সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে আটক করেছে পুলিশ।

উত্তরখণ্ড থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অরবিন্দ দীপ জানিয়েছেন, আটককৃত যুবকরা রাজধানীতে হামলা ছাড়াও উত্তরপ্রদেশের হরিদ্বারের কুম্ভমেলায় হামলার ছক কষছিলেন। আইএসের প্রোপাগাণ্ডা সাইট ভিজিটের কারণে বেশ কয়েকদিন ধরেই তারা পুলিশি নজরদারিতে ছিল।

আটককৃতরা একটা বড় গ্রুপের অংশ বলে মন্তব্য করে অরবিন্দ দীপ বলেছেন, রাজধানীতে হামলার শঙ্কা এখনও কেটে যায়নি।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজনের নাম আখলাক উর-রহমান। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরপরই তাকে আটক করা হয়। পাঞ্জাবের পাঠানকোটে বিমানঘাঁটিতে হামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।