ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক গোয়েন্দাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
সাবেক গোয়েন্দাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন পুতিন!

ঢাকা: সাবেক রুশ গোয়েন্দা আলেক্সান্ডার লিতভিনেনকোকে ‘সম্ভবত’ হত্যার নির্দেশ দিয়েছিলেন তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের একটি বিচারক প্যানেল।



২০০৬ সালের নভেম্বর মাসে ৪৩ বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন আলেক্সান্ডার লিতভিনেনকো। তেজস্ক্রিয় পুলোনিয়াম-২১০ বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। ধারণা করা হয়, চায়ের মাধ্যমে তাকে এ বিষ প্রয়োগ করা হয়।

আলেক্সান্ডার লিতভিনেনকো রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) হয়ে কাজ করতেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবি’র উত্তরসূরি এই এফএসবি। একটা পর্যায়ে লিতভিনেনকো পালিয়ে ব্রিটেন চলে যান। শেষ বছর তিনি ব্রিটিশ নাগরিকত্বও পান।

লিতভিনেনকোর মৃত্যুর ঘটনায় ২০১৫ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়।

প্রতিবেদনে বিচারক প্যানেলের চেয়ারম্যান স্যার রবার্ট ওয়েন বলেন, খুব সম্ভবত শত্রুতার জেরে লিতভিনেনকোকে হত্যা সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেন পুতিন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আন্দ্রেই লুগোভই ও দিমিত্রি কোভতুন নামের দুই রুশ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তবে তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।