ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০ হাজার বছরের পুরানো মানব দেহাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
১০ হাজার বছরের পুরানো মানব দেহাবশেষের সন্ধান ছবি: সংগৃহীত

ঢাকা: পূর্ব আফ্রিকান রাষ্ট্র কেনিয়ার মাটি খুঁড়ে ২৭ জন মানুষের দেহের বিভিন্ন অংশ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। তাদের দাবি, এসব দেহাবশেষ ১০ হাজার বছরের পুরনো।



প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, উত্তর কেনিয়ায় অবস্থিত তুরকানা লেকের পশ্চিমের একটি জায়গা থেকে মাটি খুঁড়ে এসব দেহাবশেষ খুঁজে পেয়েছেন তারা। তাদের ধারণা, কোনো সংঘর্ষের সময় ওই ২৭ জনকে হত্যা করে এখানে মাটিচাপা দেওয়া হয়। যাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পাশাপাশি শিশুও রয়েছে।

২০১২ সাল থেকে কেনিয়ার নাতারুক অংশে একদল প্রত্নতত্ত্ববিদ গবেষণা করছেন। এ গবেষণা দলের প্রধান মারতা মিরাজন।   তার ধারণা, সেই সময়ে শিকারিদের ছুরিকাঘাতে তাদের মৃত্যু হয়েছে।

যাযাবর প্রকৃতির এই মানুষগুলো শিকার করে জীবিকা নির্বাহ করতো বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ।

বাংলাদেশ সময়: ০১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।