ঢাকা: ব্ল্যাকমানি (কালোমুদ্রা) ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণার পর সেগুলো বদলাতে দেশটির ব্যাংকগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন সবাই। এতে কোনো কোনো ব্যাংকের লাইন দীর্ঘ হয়ে সড়কে ঠেকেছে।
গত মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে হঠাৎ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নোটগুলো বাতিলের ঘোষণা দেন মোদী।
এদিকে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ক্ষুদ্র জিপোজিটধারীদের জন্য কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যাদের বৃহৎ আকারের অপ্রর্দশিত অর্থ রয়েছে তাদের জন্য বিষয়টি ভাবনার।
তবে শিগগিরই নতুন নিরাপত্ত সংবলিত ১০০০ টাকার নোট ছাড়া হবে বলে জানিয়েছেন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি শক্তিকান্ত দাস।
অন্যদিকে বিভিন্ন টোলপ্লাজা বাতিল নোট গ্রহণ না করায় বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেডএস