যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে অনেক কথাই প্রচলিত রয়েছে। এমনকি এটাও বলা হয়, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনের পুতিনের হাত রয়েছে।
ঠিক এমনই সময় বড়দিন উপলক্ষে যে উষ্ণতায় ভরা চিঠি পুতিন পাঠিয়েছেন তা ছিলো ট্রাম্পের জন্যও বিস্ময়। তাতে পুতিন দ্বি-পাক্ষিক সহযোগিতার কর্মকাঠানো পুনরুজ্জিবিত করার বাস্তবসম্মত উদ্যোগ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। আর জানিয়েছেন উষ্ণতায় পূর্ণ ম্যারি ক্রিসমাস ও হ্যাপি নিউ ইয়ার।
পুতিনের চিঠিতে গদগদ ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেছেন, খুবই সুন্দর একটি চিঠি এসেছে ভ্লাদিমির পুতিনের কাছ থকে। তার ভাবনাগুলোও অত্যন্ত সঠিক। আমি আশা করি দুই পক্ষই এই ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারবে। আমাদের বিকল্প পথ আর খোঁজার প্রয়োজন নেই।
চিঠিটি পুতিন পাঠিয়েছেন গত ১৫ ডিসেম্বর। ট্রাম্প টিম এর একটি অনুবাদ সরবরাহ করেছে। তাতে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছর গুলোতে সেসব বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি তাতে আধুনিক বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পুতিন আরও বলেন, আপনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা গঠণমূলক ও বাস্তবসম্মত পথেই কাজ করতে পারবো, আর তাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতার পথ সুগম হবে। এর মধ্য দিয়ে বিশ্বকে মানের দিক থেকে একটি নতুন স্তরে তুলে নেওয়া সম্ভব হবে বলেও চিঠিতে উল্লেখ করেন পুতিন।
বাংলাদেশ সময় ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএমকে