ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবকে দু’টি দ্বীপ হস্তান্তরের চুক্তি অনুমোদন কায়রোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
সৌদি আরবকে দু’টি দ্বীপ হস্তান্তরের চুক্তি অনুমোদন কায়রোর

ঢাকা: লোহিত সাগরে অবস্থিত দু’টি দ্বীপকে সৌদি আরবের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে মিশরীয় সরকার। সরকারের অনুমোদনের পর বিষয়টিকে পার্লামেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন।

যদিও আইনগতভাবে এই দ্বীপ হস্তান্তরের বিষয়টি এখনও ঝুলছে মিশরের আদালতে। রিয়াদের কাছে দ্বীপ দু’টিকে হস্তান্তরের প্রতিবাদে আদালতে যায় প্রতিবাদকারীরা।



পরে গত জুন মাসে তিরান ও সানাফির নামের ওই দুটি দ্বীপ মিশরের অবিচ্ছেদ্য অংশ বলে রায় দেয় কায়রোর হায়ার অ্যাডমিনিসট্রেটিভ কোর্ট।

এর বিরুদ্ধে আপিল করে মিশরের সরকার। আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত রায় জানাবে কায়রোর আদালত।

এপ্রিল মাসে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের মিশর সফরের সময় এ দু’টি জনবসতিহীন দ্বীপকে রিয়াদের কাছে হস্তান্তরের ঘোষণা দেয় কায়রো।

বিনিময়ে মিশরের জন্য বিপুল পরিমাণ সাহায্যের ঘোষণা দেয় রিয়াদ। তবে দ্বীপ হস্তান্তরের তীব্র বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ দেখায় মিশরীয়রা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।