ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বেসামরিক নাগরিক নিহতের খবর বলা হয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার (০৯ জুন) রাতে পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজের একটি মসজিদে লোকজন প্রার্থনারত অবস্থায় বন্দুকধারীরা হামলা চালায়। এতে তিনজন নিহত ও অন্তত ৯ জন আহত হন।

 

বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে ঘটনাটিকে মানবতা ও ইসলামবিরোধী আখ্যা দেওয়া হয়েছে।  

এখন পর্যন্ত হামলার ‍দায় কেউ স্বীকার করেনি। তবে পাকতিয়া ও আশপাশের প্রদেশে তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের শক্তিশালী অবস্থান রয়েছে। ওইসব এলাকায় প্রায়ই আফগান নিরাপত্তাকর্মী, এমনকি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।