ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জাপানে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ

ঢাকা: জাপানের সমুদ্র উপকূলে ফিলিপিন্সের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় সাত মার্কিন নৌসেনা নিখোঁজ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন জাহাজটির কমান্ডারসহ বেশ কয়েকজন নাবিক।

শনিবার (১৭ জুন) স্থানীয় সময় রাত আড়াইটায় জাপানের ইউওকোসোকা এর ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে এ ঘটনা ঘটে।

কিভাবে এই সংঘর্ষ ঘটলো তা জানা না গেলেও এ ঘটনায় ইউএসএস ফিটজেরাল্ড নামের অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর জাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনসহ আরও দুই নাবিককে হেলিকপ্টারে করে ইউওকোসোকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় জাহাজটির মাঝ বরাবর দুমড় মুচড়ে গেছে। জাহাজের অভ্যন্তরে পানিও প্রবেশ করেছে।

জাপান উপকূলের যে জায়গায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জাহাজ চলাচলের ব্যস্ত রুট হিসেবে পরিচিত। এখান দিয়েই টোকিও উপসাগরমুখী জাহাজগুলো আসা যাওয়া করে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জিওয়াই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।