ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে জাপানের চোখ রাঙ্গানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ২১, ২০১৭
উত্তর কোরিয়াকে জাপানের চোখ রাঙ্গানি জাপানের পিএসি-৩ ক্ষেপণাস্ত্র

ঢাকা: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলায় জাপান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। এ অঞ্চলে উত্তর কোরিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় জাপান এ হুমকি দিলো।

বুধবার (জুন ২১) টোকিওর উত্তরে আসাকা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (পিএসি-৩)’ জনসম্মুখে উন্মুক্ত করেছে জাপানের বিমানবাহিনী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার মহড়া চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় জাপানের পাশাপাশি ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া।

জাপানের পিএসি-৩ ক্ষেপণাস্ত্রটি দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশেষ সংযোজন। ১৫ কিলোমিটার পরিধির ভেতর যেকোনো যুদ্ধাস্ত্রকে ধ্বংস করে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এর দ্বারা জাপানের প্রধান শহরগুলো এবং সরকারের বিশেষ স্থাপনাসমূহের সুরক্ষা দেয়া সম্ভব হবে।

পিএসি-৩ কে আরও উন্নত করতে ইতোমধ্যেই এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জাপান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, ২১ জুন, ২০১৭
জিওয়াই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।