ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
আর্জেন্টিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ১৫ রাস্তার পাশে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাসটি- ছবি- সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা একটি নাচের গ্রুপের সদস্য ও তাদের অভিভাবক। শিশুদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

বাসটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ৫০ জনকে বহন করছিলো। নিহতদের মধ্যে ৯ জন শিক্ষার্থী।

এছাড়া আহত ২১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৪টি শিশু।

বুয়েন্স এইরেসের উপশহর গ্র্যান্ড বুর্গ থেকে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে বাসটি শিক্ষার্থীদের নিয়ে মেন্দোজার সান রাফায়েলে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে।

সোমবার (২৬ জুন) রাতের মর্মান্তিক ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। প্রাথমিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বাবা-ছেলে যৌথভাবে চালাতো। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাণিজ্যিক পরিবহন চালানোর তাদের কোনো অনুমতি ছিলো না।

দুর্ঘটনার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি গভীর শোক জানিয়েছেন। একইসঙ্গে মঙ্গলবার ও বুধবার দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।