ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রবল বর্ষণে মুম্বাইয়ে জলাবদ্ধতা, দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
প্রবল বর্ষণে মুম্বাইয়ে জলাবদ্ধতা, দুর্ভোগ বর্ষণে মুম্বাইয়ে জলাবদ্ধতা - ছবি- সংগৃহীত

প্রবল বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির পাশাপাশি যানজটের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে মুম্বাইবাসীকে। 

সোমবার (২৬ জুন) রাত থেকে শুরু হওয়া বর্ষণ মঙ্গলবার (২৭ জুন) সকালেও অব্যাহত রয়েছে।  

এতে মুম্বাইয়ের গান্ধী মার্কেট, তিলকা ব্রিজ এলাকায় জলাবদ্ধতায় যানজটের সৃষ্টি হয়েছে।

কোনো কোনো এলাকায় সড়কের উপর গাছ পড়ে থাকার খবর পাওয়া গেছে।  

ভারতের আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের আভাস দিয়েছে। এছাড়া ২.৫ থেকে ৪.৮ মিটার জলোচ্ছ্বাসের কথাও বলা হয়েছে। এজন্য সমুদ্রের তীর থেকে পর্যটকদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছে অধিদফতর।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।