ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকান প্রজাতন্ত্রে ট্রাক উল্টে নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
আফ্রিকান প্রজাতন্ত্রে ট্রাক উল্টে নিহত ৭৮ আফ্রিকান প্রজাতন্ত্রে ট্রাক উল্টে নিহত ৭৮

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭২ জন।

মঙ্গলবার (৪ জুলাই) রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহরের বাইরের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ জুলাই) প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাকটিতে ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী উঠে সাপ্তাহিক একটি বাজারে যাচ্ছিলেন। পথে বাম্বারির ১০ কিলোমিটার অদূরের একটি এলাকায় এটি দুর্ঘটনায় পতিত হয়।

বাম্বারির ইউনিভার্সিটি হসপিটালের প্রধান চিকিৎসক চ্যাম্বারলাইন বামা সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও ৭২ জন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। বেশিরভাগ লোক ঘটনাস্থলেই মারা গেছেন। কিছু মারা গেছেন হাসপাতালে নেওয়ার পথে, আর কিছু হাসপাতালে।

বাম্বারির একজন সংসদ সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ট্রাকটি অনেক বেশি যাত্রীবোঝাই ছিল এবং এটি চলছিলও স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি বেগে। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে ট্রাকটি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।