ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কৃতজ্ঞ স্কারামুচ্চি ‘ক্ষমা’ চাইলেন ট্রাম্পের কাছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
কৃতজ্ঞ স্কারামুচ্চি ‘ক্ষমা’ চাইলেন ট্রাম্পের কাছে অ্যান্থনি স্কারামুচ্চি

অ্যান্থনি স্কারামুচ্চিকে কমিউনিকেশন ডিরেক্টর বানানোতেই চটেছেন শন স্পাইসার। পদত্যাগ করেছেন হোয়াইট প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ নিয়োগে কৃতজ্ঞ স্কারামুচ্চি। তারই প্রমাণ রাখলেন শুক্রবারের প্রথম সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের কাছে অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে।

২০১৫ সালে ফক্স বিজনেস-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন এই হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর ট্রাম্পকে ‘ভাড়াটে রাজনীতিবিদ’ বলে সমালোচনা করেছিলেন। প্রথম সংবাদ সম্মেলনে হয়তো সে ভুলের ক্ষত সরাতেই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

 

শুক্রবার (২২ জুলাই) স্কারামুচ্চিকে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বানান ট্রাম্প। আর এ সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন স্পাইসার।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
জিওয়াই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।