ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কুমিরের আক্রমণে ব্রিটিশ সাংবাদিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
শ্রীলঙ্কায় কুমিরের আক্রমণে ব্রিটিশ সাংবাদিকের মৃত্যু সাংবাদিক পল ম্যাকক্লান

শ্রীলঙ্কায় অবকাশ যাপনে এসে কুমিরের আক্রমণে প্রাণ গেলো এক ব্রিটিশ সাংবাদিকের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ বছর বয়সী এই সাংবাদিকের নাম পল ম্যাকক্লান।

রাজধানী কলম্বো থেকে ৩৬০ কিলোমিটার পূর্বের উপকূলীয় এলাকা পানামায় সৈকতে এই ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার ডান পায়ে ছয় থেকে সাতটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। কুরিমেরে আক্রমণে তার মৃত্যু হয়েছে।

ম্যাকক্লান ফিন্যান্সিয়াল টাইমস নামে একটি দৈনিকে চাকরি করতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফরাসি ভাষায় প্রথম শ্রেণিতে স্নাতক পাস করেছেন ২০১৫ সালে।  বেশ কিছুদিন ধরে তিনি শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছিলেন।

শ্রীলঙ্কায় এমন ঘটনা বিরল, সেখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।